মানব সৃষ্টি
ইব্রাহিম হোসেন


পৃথিবীটা শূণ্য ছিলো কেউ ছিলো না  আগে,
মানব সৃষ্টি ইচ্ছা খোদার করবেন ভুবন বাগে।
মাটির দ্বারা তৈরী করেন প্রথম হযরত আদম,
তাঁর ভিতরে প্রাণটা দিলেন শক্তি ফেলার কদম।


বাম বুকের ওই হাড্ডি থেকে তৈরী করেন হাওয়া,
তখন থেকেই হয় যে শুরু আদম আসা যাওয়া।
একফোটা ওই পানির দ্বারা সৃষ্টি মানুষ সবে,
রক্তে মাংসে তাঁর কুদরতে মানব তৈরী ভবে।


রূপটা দিলেন যৌবন দিলেন,দিলেন নানান খবার,
হারাম হালাল দিলেন তিনি তাঁর ভিতরে আবার।
হারামটাকে বর্জন করে দিবা নিশি রাতে,
দিন কাটাবে সদাই ভবে তাঁরই ইবা'দাতে।


একটা শুধু লক্ষ্য খোদার তাঁর ইবাদত করে,
জীবনটাকে করবে বিলীন মানব সেবার তরে।
তাঁর ইশারায় এসে আবার চলে যেতে হবে,
জানি না'তো চলে যাওয়ার ডাক আসে যে কবে ?


ধন্য তবু এই ভুবনে মানব কুলে জন্মে,
শ্রেষ্ঠ নবীর উম্মাত হলাম শ্রেষ্ঠ নবীর ধর্মে।
পাঠা'ইলেন সৃষ্টিকারী গড়তে জীবন ভবে,
খোদার কালাম নবীর হাদিস মান্য করে সবে।


হেলায় জীবন নষ্ট করার জন্য নয় তো সৃজন,
কোরআন হাদিস ধরলে বুকে হবে খোদার স্বজন।
তবেই হবে ধন্য সবে ধন্য জীবন সবার,
সুখের পরে সুখ যে রবে নাই কিছু কেউ কবার।