মানবিক মানুষ
ইব্রাহিম  হোসেন  


চাই না হতে পৃথিবীতে 
শ্রেষ্ঠ ধনী ধনে,
চাই যে হতে মহান মানুষ
মানবতার বনে।


মানবতা যার ভিতরে
সদাই বিরাজ থাকে ,
তেমন মানুষ হবো সবাই
ভালোবাসে যাকে।


চাই যে হতে তেমন মানুষ 
এই পৃথিবীর মাঝে,
মনবতার কল্যাণে যে
থাকে সকাল সাঁঝে।


নিজের সুখ টা দেখে না সে
পরের সুখে সুখী,
কষ্ট দেখে অশ্রু ঝরায়
পরের দুখে দুখী।


নিজের খাবার দেয় বিলিয়ে
অন্ন'হীনের মুখে  ,
তাঁর মত যে গড়বো ভবে 
জীবন সুখে দুখে ।


সুখ তো ভবে নেই যে ভোগে
ত্যাগেই মিলে যে সুখ ,
নিজের খাবার দিয়ে যদি
হাসায় পরের ও মুখ ।


পরের তরে নয়ন জলে
বুক টা যে যার ভাসে,
সেই তো মহান মানুষ ভবে
সদাই থাকে পাশে।


সেই রকমই গড়বো জীবন
মানুষ হবো শেষে ,
বাসবে ভালো ডাকবে কাছে
মিষ্টি মুখে হেসে।