মাটির দেহ ছাই
মোঃ ইব্রাহিম হোসেন


স্বাস্থ্য ভালো রক্ত গরম
চলছো ভালোই আজ,
আল্লাহ ভুলে সুখ মহলে
করছো কতোই রাজ!


মারছো গরিব গড়ছো দালান
দশ তলাতে বাস,
এমনিভাবেই কাটবে কি আর
যুগের বারো মাস?


বিবেক জাগাও চিন্তা করো
অল্প দিনের ক্ষণ,
বুজলে ও চোখ আঁধার ভুবন
কাঁদবে প্রিয়ো জন।


ক্ষণস্থায়ী ভবের মাঝে
কিসের বড়াই তাই?
দেহ থেকে দম'টা গেলে
কিছুই তোমার নাই।


মুসলিম হলে হবে রে ভাই 
কবর ঘরে ঠাঁই, 
হিন্দু হলে গঙ্গা ধারে
চিতাই পুড়ে ছাই।