মায়ার ভুবন
মোঃ ইব্রাহিম হোসেন
স্বরবৃত্ত ছড়াক্কা ছন্দ (৪+৪+৪+২)


মায়ার ভুবন ছাড়তে হবে চিরদিনের নয়,
এই দুনিয়া সরাইখানা হবে একদিন ক্ষয়।
নিজকে নিজেই প্রশ্ন করো,
বিবেক'টাকে আঁকড়ে ধরো,
অতীত পুরুষ কোথায় গেলো?
যাঁদের ছিলো এই বাড়িটা আজকে তোমার ভাই,
হঠাৎ করে শুনবে মানুষ তুমি বেঁচে নাই।


কষ্টে গড়া ঋদ্ধি যতো দালান বাড়ি ঘর,
প্রাণ পাখিটা চলে গেলে সবই হবে পর।
কেউ যাবে না  কবর ঘরে,
বাচ্চা বিবি তোমার তরে,
চিরদিনের বিদায় দিবে।
তোমার মায়ায় পড়ে তারা কাঁদবে কিছু দিন,
ভুলবে সবে বাড়বে যে পাপ থাকে যদি ঋণ।


এসো দ্বীনে জীবন গড়ি সঠিক দিশা চাই,
সত্য পথে মুক্তি আছে শান্তি খুঁজে পাই।
আসুক যতোই বিপদ বাধা,
তীক্ষ্ণ শরের করে সাধা,
বিদায় নিতে হবে ভবে।
কবর মাঝে পাবো তবে শান্তি সুখের ঠাঁই,
খুশি হবেন দ্বীনের নবী আমার মালিক সাঁই।
======================


নৌকা-মাঝির প্রেম
মোঃ ইব্রাহিম হোসেন
মাত্রাবৃত্ত ছন্দঃ (৫+৫+৫+২)


শুনছো নাকি নৌকা মাঝি
কিনারে নাও তরী,
পদ্মা পারে বাপের বাড়ি
যাইবো তড়ি-ঘড়ি।


কন্যা আমি নৌকা মাঝি
আমার সাথে গেলে,
একশো টাকা লাগবে ভাড়া
যাবো বৈঠা ঠেলে।


আমার কাছে নাই যে টাকা
হাতে কাঁচের চুড়ি,
চাইলে দেবো পার করো গো
দই  মিষ্টি মুড়ি।


ওহ্ রূপসী চাই না আমি
কোনোই টাকা কড়ি,
তোমার প্রেমে মরতে পারি  
ও দুটি-হাত ধরি।


একি ছি ছি ছি ঘাটের মাঝি
এমন কথা কেনো?  
চাইলে আমি জীবন দেবো
তোমার প্রেমে জেনো।
=============