মায়ের পদধূলি 
দৃশ্যাক্ষর (১০+৮)
ইব্রাহিম হোসেন


মাকে যারা ভালোবাসে ভবে,তারা হবে ভাগ্যবান;
মা'র সেবা করে হবে সবে,ওরা গুনে পুণ্যবান।
মায়ের পায়ের নিচে থাকে,সদা স্বর্গ সুখ সর্ব;
সবার উপর মা জননী, মা শ্রেষ্ঠ সবার গর্ব।


তুষ্ট রাখে যারা মাকে ভবে,তারা পাবে খোদা প্রেম;
মা জননীর অবহেলাতে,ধ্বংস লীলার গেম।
খোদার আরশ কেঁপে উঠে,কষ্ট দিলে ভবে মাকে;
শিরে তাজ করে রাখো তবে,অতি যত্ন করে তাঁকে।


মামা ও আছে খালা ও আছে,আছে আরো বাবা চাচা;
মা'র মতো যে কেহ হবে না,চাচা নিজে প্রাণ বাঁচা।
মাতৃ-গর্ভ থেকে ছেলে ভবে,জন্ম নিলে ওগো তুমি;
মাকে ছাড়া জীবন তোমার,হবে শূন্য মরু ভূমি।


মায়ের আশীষে পাবে ছেলে,স্বর্গ সুখে চাবি খানি;
সারাজীবন কষ্ট করেও,না করে মা দাবি জানি।
এমন দরদী মা জননী,কোথা তুমি খুঁজে পাবে?
মরণ এলে যে ইচ্ছা থাকে, তোমার সাথে মা যাবে।


চামড়া ছিলে মা'র পাপোশ,তৈরি যদি কভু করো;
শোধ হবে না ঋণ কখনো,যত্ন করে তাঁকে ধরো।
মনের মাঝে সকাল সাঁঝে, মাকে যত্নে সদা রাখো;
স্বর্গ হাসিল করতে মা'র, পদধূলি গায়ে মাখো।