মায়ের স্মৃতি
মোঃ ইব্রাহিম হোসেন
অক্ষর বৃত্ত ছন্দ ৮+৬
অন্তমিল কখখক


আজ মনে পড়ে মাগো - অতীতের স্মৃতি,
ভালোবেসে কাছে ডেকে - দিতে খেতে ভাত,
আদর সোহাগ দিয়ে - বাড়াতে দু'হাত।
আমার তরে তোমার - ছিলো কত প্রীতি।


একটু চোখের আড়ে - কখনও গেলে,
খোকা কই বলে দিতে - থেকে থেকে ডাক,
বন্ধ হয়ে যেত যেন - মুখের'ই বাক।
পৃথিবীর স্বর্গ পেতে - মোরে খুঁজে পেলে।


আদরে সোহাগে দিতে ললাটে যে চুম,
এঁকে দিতে দুটি চোখে - কাজলের কালি,
রেগে গিয়ে কভু মাগো - দিতে বকা-গালি।
নিশিথে পড়ার পরে - পাড়াতে যে ঘুম।


আজ তুমি নেই ভবে - দুখে ভরা মন,
কেঁদে কেঁদে আঁখি ঝরে - তোমার'ই তরে,
সব কিছু আছে মাগো- নেই তুমি ঘরে।
মনকে বুঝাই আমি - শোনে না বারণ। 


কোথা আর পাই নাকো - এমন আদর,
স্বার্থ ছাড়া ভালোবাসা - নাহি দেয় কেহ,
তুমি বিনে চিন্তা মনে - কালা হয় দেহ।
স্নেহ মমে আর কেউ - বলে না বাঁদর।