মায়ের তরে কাঁদি
মোঃ ইব্রাহিম হোসেন


আজকে মায়ের স্মৃতি আমার
খুবই মনে পড়ে,
জিন্দা আছে মা জননী
নাই তবুও মোর ঘরে।


অসাড়ের ন্যায় পড়ে আছে
ঘরের একটি কোণে,
মা মা বলেও ডাক দিলে হায়
কানেতে না শোনে।


চলাফেরা করার মত
নাই কোনো তার গতি,
আগের মত নাই যে মায়ের
দুই নয়নে জ্যোতি।


আমার সুখে ডুব দিতো মা
মান্নতে ওই গাঙ্গে,
এখন আমার ভালোতেও আর
চোখ দু'টি না রাঙ্গে।


প্রভুর দ্বারে মায়ের তরে
কাঁদি চোখের জলে,
সুস্থ করো মাওলা তুমি
কুদরতেরই বলে।