মেঘলা আকাশ
মোঃ ইব্রাহিম হোসেন


আজি আকাশ মেঘলা লাগে
বৃষ্টি বুঝি হবে,
পাল তুলে যে মাঝিরা সব
কিনারে যায় সবে।


নীলাম্বরে ভাসছে দেখো
কালো মেঘের ভেলা,
বকের সারি কাশের বনে
করছে তারা খেলা।


নদীর জলে সাঁতার কাটে
বালিহাঁসরা কতো,
জেলের জালে ইলিশ ধরে
জেলেরা ভাই শতো।


নীল গগনে উড়ছে পাখি
বাসার খোঁজে চলে,
কিচিরমিচি ডাকছে ওরা
সবাই দলে দলে।


এমন ক্ষণে বৃষ্টি এলো
অঝর ধারা গতি,
ভরলো নদী বন্যা ঢলে
স্রোত বহে যে অতি।