মন্দ কথায় কান দিওনা
ইব্রাহিম হোসেন


কারো কথা মনে ধরে কেনো করো রাগ?
যদি করো রাগ তবে পাবে নাকো ভাগ।
বহুলোকে বহু কথা বলিতে যে পারে,
কিবা আসে যায় তাতে নিও'না তা ঘাড়ে।


খোকা যবে লিখা শিখে লিখে যাহা তাহা,
ধীরে ধীরে লিখে খোকা জ্ঞানী হয় আহা।
যাহা তাহা লিখাতে তো দোষ কিছু নয়,
যদি তাহা অশালীন নাহি কিছু হয়।


আবোলে তাবোলে ভেবে মন কথা কয়,
ধীরে ধীরে সব কিছু হতে পারে জয়।
ছোট শিশু হাঁটিতে যে আছাড়েতে পড়ে,
তবু সে-তো নাহি দমে উঠে ফির দৌড়ে।


এক দিনে কেউকি ভবে বড় কভু হয়?
বড় হতে লাগে শ্রম ক্ষণ বহু ক্ষয়। 
ছোট বলে কভু তাকে করো নাকো হেলা,
বেলা শেষে দিতে পারে পাড়ি সুখ ভেলা।


পথ ধারে পদতলে বেড়ে উঠা গাছে, 
কভু কভু দেখা যায় প্রাণ কারো বাঁচে।
অহমিকা ছেড়ে দিয়ে ভালোবাসো সবে,
সকলের হৃদে তুমি চিরদিন রবে।