মনে কি পড়ে না?
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৩-০৭-২০২৪ ইং
মনে কি পড়ে না, মনে কি পড়ে না?
কত ব্যথা বুকে জমা ভাবিয়া দেখো না।।
সেদিনের প্রেমপ্রীতি
আজ হয়ে গেলো ইতি!!
ভোলা তো যায় না, প্রাণে তা সহে না।
মনে কি পড়ে না, মনে কি পড়ে না?
কত ব্যথা বুকে জমা ভাবিয়া দেখো না।।
তুমি আমি দুইজনে একই সাথে পথ চলা,
চোখে চোখে চোখ রেখে না বলা কথা বলা।।
কত হাসি কত গান
জুড়ে যেত মন'ও প্রাণ,,
আজ তুমি পাশে নেই, বিরহ-বেদনা।
মনে কি পড়ে না, মনে কি পড়ে না?
কত ব্যথা বুকে জমা ভাবিয়া দেখো না।।
পারলে কী করে ভুলে যেতে আমাকে !
আমি তো পারি না ভুলতে তোমাকে।।
পূর্ণিমা রাতে
দু'জন একই সাথে,,
থাকতো সাথে আরও রাত জাগা জোছনা।
মনে কি পড়ে না, মনে কি পড়ে না?
কত ব্যথা বুকে জমা ভাবিয়া দেখো না।।