মনের কালি
ইব্রাহিম হোসেন


হিংসা যদি মনের মাঝে
পুষে থাকে ভবে কেউ,
মাঝ নদীতে ডুববে তরী
উঠবে মনে মরণ ঢেউ।

মনের ভিতর রাখলে কালি
অশুদ্ধ মন হবে তার,
না পাবে সে ভুবন জুড়ে
সত্যিাকারের প্রেম যে আর।


বলবে তারে মিথ্যাবাদী
বেইমান সে তো ভুবন পর,
তাকে নিয়ে বাঁধলে বাসা
দুদিন পরে উড়বে ঘর।


মনের কালি দূর করে দাও
ভালোবাসার বাড়াও হাত,
জীবন নামের নদীর বুকে
কূল পাবে নাও শেষের রাত।


দ্বন্দ্ব দ্বিধা ভুলে সবাই
মিলেমিশে থাকো সব,
প্রার্থনাতে প্রভুর ভয়ে
দু'হাত তুলে ডাকো রব।