মৃত্যুর ভাবনা
ইব্রাহিম হোসেন
বিশাখ পয়ার (৮+৭+৬)


সবি ফেলে যাবে চলে একা রবে গোরে রে
একা রবে গোরে,
সঙ্গী ছাড়া সর্বহারা মনে ভয় ধরে রে
মনে ভয় ধরে।
রাত্রি জেগে সর্বক্ষণে চিন্তা করো ঘরে রে
চিন্তা করো ঘরে,
আসে নাকো ঘুম চোখে কেঁপে উঠে ডরে রে
কেঁপে উঠে ডরে।


মরে গেলে ভুলে যাবে বাচ্চা বিবি কেঁদে রে
বাচ্চা বিবি কেঁদে,
যাবে নাকো সাথে কেহ তোমা সঙ্গী সেঁধে রে
তোমা সঙ্গী সেঁধে।
দেহ খানি মাটি হবে পোকা ধরে খাবে রে
পোকা ধরে খাবে,
পূণ্য যদি থাকে তবে পূণ্য সাথে যাবে রে
পূণ্য সাথে যাবে।


প্রাণ পাখি বের হবে অর্থ পড়ে রবে রে
অর্থ পড়ে রবে,
গাড়ি বাড়ি টাকা কড়ি ভাগা ভাগি হবে রে
ভাগা ভাগি হবে।
মুখ টা'যে বন্ধ হবে দেহ কথা কবে রে  
দেহ কথা কবে,
ভালো কাজ করে গেলে চিরদিন রবে রে
চিরদিন রবে।