মধ্যবিত্ত
ইব্রাহিম হোসেন


এ কেমন গজব এল বিশ্বভুবনে ?
দুঃখীর দুঃখের শেষ নাই পেটের কারণে ।


ধনীর আছে গাড়ি বাড়ি আছে অনেক টাকা,
মধ্যবিত্ত সংকটে পকেট তাদের ফাঁকা ।


দিন ভিখারী কোন রকম চলে ঘুরে ফিরে,
ধনীর কিছু অন্নদানে পেটটা তাদের ভরে ।


মধ্যবিত্ত করুণ স্বরে খোদার সমীপে,
কান্নাভেজা কণ্ঠে বলে আহার দিবে কে ?


দাও গো প্রভু দয়া করে কিছু মোদের তুমি,
আর সয়না ক্ষুধার জ্বালা শূণ্য মরুভূমি ।


যায় না বলা কারো কাছে মনের কথা কভু,
মধ্যবিত্ত হয়ে ভবে অপরাধী শুধু ।


বলতে গেলে কারো কাছে পেটের ক্ষুধার জ্বালা,
অট্ট হেসে টিটকারিতে বলে আছোই তুমি ভালা ।


দিন ভিখারীর দিকে আছে ধনীর বড় হাত,
মধ্যবিত্ত সংসারে আমরা কুপোকাত ।


কষ্ট মোদের দেখেনা তো এই ভূবনে কেহ,
কষ্ট জ্বালা কুরে খায় মধ্যবিত্ত দেহ ।