মুজিব তোমার অবদান
ইব্রাহিম হোসেন
♥♥♥♥♥
=========


সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি
শেখ মুজিবুর রহমান ,
শেষ করা যাবে না গেয়ে
তোমার যশ কীর্তি অবদান ।


জন্মেছিলে তুমি মায়ের কোলে
বাংলাদেশের তরে ,
মাথা নত করেনি কখনো তুমি
হানাদার বাহিনীর ডরে ।


জীবন দিয়ে রেখে গেলে মুজিব
বাংলাদেশের স্বাধীনতার মান,
শত্রুসেনার হাতে অকাতরে হলে তুমি
দেশের তরে বলিদান ।


শেখ মুজিবুর রহমান !
তুমি মহান, তুমি চির অম্লান,
তোমার জন্য হয়েছে চিরতরে
বাংলার দুঃশাসন অবসান ।


রূপসী বাংলা পেয়েছে স্বাধীনতা
হয়েছে আজ স্বাধীন ,
তোমার অবদানে কারো কাছে মোরা
দেশে আর নই পরাধীন ।


তোমার জন্য বাংলার আকাশে
সূর্যটা আজ উদীয়মান ,
প্রাণ ফিরে পেয়েছে, রক্ত ক্ষয়ে শেষে,
যা ছিল নিস্তেজ নিষ্প্রাণ ।


ধন্য মায়ের তুমি ধন্য ছেলে
শেখ মুজিবুর রহমান ,
তোমার জন্য দেশ আজ ধন্য
নীল আকাশে উড়ে বাংলার নিশান।


স্বাধীনতাকামী আমজনতার কণ্ঠে
মুখরিত হয় জয় বাংলার গান ,
বাংলাদেশের তরে শেখ মুজিব তুমি
সর্বকালের সর্বশ্রেষ্ঠ অবদান ।


নীল আকাশে পাখি উড়ে ঝাকে ঝাকে
মুক্ত ডানা মেলে,
চিরতরে গেলে পরপারে চলে
বাংলা ভাসে চোখের জলে ।


ভোলা যাবে না কখনো তোমায়
মুজিব তুমি চিরঞ্জীব ,
রবে হৃদয়ে অবিস্মরণে
বাংলাদেশের তুমি জ্বলন্ত প্রদীপ ।