মুজিব শোকে শোকাহত
ইব্রাহিম হোসেন  
===========


মুজিব শোকে শোকাহত সারা বাঙ্গালী,
বক্ষে ব্যথা নিয়ে চুমে মুজিব পদধূলি।
মুজিব শোকে শোকাহত চন্দ্র তারা গ্রহ,
আকাশ,বাতাস,পাক,পাখালি কষ্টে বলে ওহ।
মুজিব শোকে শোকাহত ঝর্ণা, সাগর, নদী,
আর্তনাদে, হাহাকারে কাঁদে নিরবধি।
মুজিব শোকে শোকাহত বর্ণ ছাড়া নীল,
অপূর্ণতা বিরাজ করে পাহাড়,পর্বত, বীল।
মুজিব শোকে শোকাহত শস্যশ্যামল মাঠ,
শোকাহত ব্যথা নিয়ে পদ্মা নদীর ঘাট।
মুজিব শোকে শোকাহত বৃক্ষ, তরুলতা,
হারিয়ে গেল চিরতরে বাংলা প্রতিষ্ঠাতা।
মুজিব শোকে শোকাহত বিশ্ব জনতা,
লুপ্ত হল বাংলা থেকে বাংলা মানবতা।
মুজিব শোকে শোকাহত দেশ দরদী নেতা,
আর হবেনা জন্ম কভু বাংলা জাতির পিতা।
মুজিব শোকে আর্তনাদে কাঁদে সবার হৃদয়,
ঘরে ঘরে মুজিব আবার জন্ম যেন হয়।