:- মুখোশধারী শয়তান:-
    (ইব্রাহিম হোসেন)
♦♦♦♦♦♦♦
ছোট্ট বেলায় পড়েছিলাম
ভাব-সম্প্রসারণে ,
সেই কথাটি পড়লো মনে
চরিত্রহীনের কারণে ।।


""মাকাল ফলটি হিঙ্গুল বরণ
দেখতে বড়ই চমৎকার,
অন্তরে তার পূরিষপোরা
বদবু সহে সাধ্যকার "" ।।


তেমন মাকাল ফলটি আছে
দেশ দরদী স্বাধীনতার,
পরের সম্পদ লুটে খায়
মুখোশ পরে ভদ্রতার ।।


এত সুন্দর মানুষ তারা
যায় না করা কল্পনা,
কল্পনারই মাঝে আছে
অশ্লীলতার জল্পনা ।।


মিষ্টি মুখের মিষ্টি ভাষায়
তোমরা কেহ ভুলো না,
তারই মাঝে বিরাজ করে
ইবলিশেরই ছলনা ।।


নারীর পিছে ছুটে বেড়ায়
করে নানান বাহানা,
নারীর ইজ্জৎ লুটে তারা
হাজার করে ছলনা । ।


নইতো এরা মানুষ ভবে
চতুষ্পদ জন্তু ওরা ,
ছাগল ভেড়া বকরী থেকেও
নিকৃষ্ট প্রাণী তারা ।।


মারো মারো জুতা মারো
জুতা মারো তাদের মুখে,
নষ্ট করে জীবন যারা
হেসে উঠে পরের দুখে।