নগ্ন নারী
ইব্রাহিম হোসেন


নারী তুমি নগ্ন কেন ?
পোশাক পরার পরেও,
জানো নাকি এমন দেখে
করবে লোকে হেও ?


ওড়না বিহীন চল কেন
রাস্তা পথের ধারে ?
নারী তোমার কারণেই
পুরুষ নরক দ্বারে ।


অনেক মূল্য নারী তোমার
ঢেকে রাখ দেহ,
কুদৃষ্টি  দিতে তোমায়
পারবে নাকো কেহ ।


নগ্ন পোশাকে তোমার
আকর্ষিত পুরুষ,
যৌন কামনায় তখন
হয় যে তারা বেহুঁশ ।


কি করিবে ? ভেবে না পায়
উশকানি দেয় শয়তান,
রাস্তা ঘাটে হারায় তখন
নারী জাতির মান ।


ধর্ষিতা হয় পুরুষ দ্বারা
যৌনতারই মোহে,
কলঙ্কের দাগ লেগে যায়
নারী জাতির দেহে ।


নগ্ন নারী, নারী তো নয়
ইবলিশেরই দাদী ,
ঠাঁই পাবে না দোজাহানে
নরক দিবেন বিধি ।


হাদিস কোরানেও নাই
নগ্ন নারীর ঠাঁই ,
নগ্ন নারী নরক অনলে
পুড়ে হবে ছাই ।


শোন, শোন, নগ্ন নারী!
শোন দিয়া মন ,
পারবে নাকো সইতে তুমি
নরক জ্বালাতন  ।


ক্ষণিক সুখের মোহটাকে
ছাড় তাড়াতাড়ি,
সৎ পথে চলে সবে
করো দুনিয়াদারী ।


হাদিস কোরান বলছে তোমায়
পর্দা করো নারী,
চির সুখে রবে তুমি
জান্নাত হবে বাড়ী  ।