নারী নির্যাতন
ইব্রাহিম হোসেন  


নারী হলো মায়ের জাত, নারী বোনের জাত,
সংসার সুখের হয় ধরলে নারীর হাত ।


সেই নারীরাই বাংলাদেশে হয় যে নির্যাতন,
কত নারী কেঁদে কেঁদে ভাসায় দুই নয়ন !


শুধু নির্যাতনের শিকার হয়েই বাঁচে না যে তারা,
কত নারী মৃত্যুর ডাকে দেয় যে আবার সাড়া।


কত নারী নির্যাতিতা হয় যে স্বামীর ঘরে,
কতক নারী রাস্তা ঘাটে কতক শহরে !


কত নারী নির্যাতিতা প্রণয় প্রলোভনে,
কত নারী হয় যে আবার শুধুই অকারণে।


অনেক নারী কাজ করে ধনী লোকের ঘরে,
কাজ শেষে ফিরে আসে যৌন শিকার হয়ে।


বস নারীকে হরণ করে দেখিয়ে প্রমোশন,
হরণ করে নির্যাতনে পাঠায় বৃন্দাবন ।


নারী হলো সহজ-সরল কোমল তার মন,
সরলতার সুযোগ নিয়ে কাঁদায় প্রেমিক জন।


রাস্তা ঘাটে নারী চলে নারী চলে একা ,
এই দেশেতে নারীর কোন নাই যে নিরাপত্তা।


ভয়ে ভয়ে যাত্রা পথে নারী করে ভ্রমণ,
সর্তকতা থাকার পরেও হারায় ইজ্জত শরম।


নাই কি দেশে থানা পুলিশ নাই কি প্রশাসন?
থাকলে কেন হয়রে নারী দেশে নির্যাতন ?


দেশনেত্রী নারী হয়েও হয় না কেন বিচার ?
নরপশুরা পার পেয়ে যায় ভয় থাকেনা আর।


এমন নরপশুর উচিত একটা বিচার হওয়া,
ফাঁসি না হয়ে ধরে ধরে লিঙ্গ কেটে দেওয়া।


তবেই হবে শাসন সকল নর-পশুরা ,
স্বাধীনভাবে চলবে দেশের নারী জাতিরা ।
--------------- সমাপ্ত ---------------
=====================


[ নারী প্রতিবাদী একটা কবিতা। এ কবিতা লেখাতে যদি কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে,
তাহলে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী ।
সকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।  ]