নারীর আত্মকথা
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ০৮/০২/২০২২ ইং, মঙ্গলবার


আমি নারী জগতের হুকুমের দাস,
ভালোবাসা পাই নাকো মারে ঠাস ঠাস।
দোষ বিনাদোষে কেনো অপরাধী আজ ?
ভেবে দেখো ও পুরুষ নারী শিরে তাজ।


পথে ঘাটে চলে নারী বখাটের শিস,
সম্ভ্রমও কেড়ে কভু ঢেলে দেয় বিষ।
যন্ত্রণায় ছটফট ঝরে আঁখি নীর,
চিরতরে লাগে দেহে বিষাদের তির।


হয় নাকো শাদি আর কলহটা রটে,
গ্রাম গঞ্জ শহরেতে অঘটন ঘটে।
আরো আছে কিছু জ্ঞানী বড় অফিসার,
মুখোশ আড়ালে করে নারীও পাচার।


দাম নাই মান ক্ষয় এ কী অপরাধ !
সমাজের কাছে পায় শুধু অপবাদ।
নারী ছাড়া হয় নাকো সংসার ও ঘর,
তবু কেনো আসে ধেয়ে পাষাণের ঝড় ?


উঁচু স্বরে বলে যাই ধিক দিয়ে তাই,
এই নারী মা জননী তুলনা যে নাই।
নারী বোন নারী তব বিবাহিতা বউ,
সব নারী ভেবো নাহি যৌনতার মউ।


নারী ভেদে নারী ভেবে দাও তারে মান,
কভু মাতা কভু বোন কভু বিবিজান।
স্নেহ মমে ভালোবাসো করো শ্রদ্ধা,
নারীও জগৎ 'পরে ভেবো যোদ্ধা।


একবার যদি তার মনে উঠে রাগ,
পাবে না রেহাই ভবে বিষধর নাগ।
সহনের সীমা থাকা প্রয়োজন জেনো,
নারী নয় অবলা যে মনে প্রাণে মেনো।


(নারী দিবসে সকল নারীর প্রতি উৎসর্গকৃত কাব্য)