নারীর মূল্য
ইব্রাহিম হোসেন
স্বরবৃত্ত ছন্দ  ৪+৪+৪+২


নারীর পেটে জন্ম নিলে নারী তোমার মা হয়
অবহেলা করলে তাকে হবে ভবে নর ক্ষয়,
নারীর তরে সুখের দেখা
ঐ ললাটে শান্তি রেখা
প্রথম পড়া তারই শেখা,
নারীর তরে নর জীবনে পাই যে ভবে শক্তি
স্নেহা করো ভালোবাসো তাকেই করো ভক্তি।


জীবন চলার সঙ্গী হলো বৌ নারীটা ভবে
সুখে-দুখে সারা জীবন আপন  সে যে রবে,
নারী ছাড়া দুর্বল নরে
সুখের ভুবন তারই তরে
শান্তি মিলে থাকে ঘরে,
দুঃখ সয়ে কষ্ট সয়ে সুখ আনে যে নারী
সকাল-দুপুর সারা বেলা সাজায় রাখে বাড়ি।


নারীর ভবে নাই তুলনা নারী ঘরে দামি
এক নজরে দেখলে তারে উল্লাসিত স্বামী,
সুখের ঘরে বসত যখন
নারীর তুল্য হয় না তখন
তার কাছেতে শিশুর শিখন,
নারীর তরে দিলেন রাসূল ভুবন জুড়ে মূল্য
ত্রিভুবনে হয় না কভু নারী কারো তুল্য।