নীল নয়না
মোঃ ইব্রাহিম হোসেন


নীল নীল নয়না,
কী দারুণ ময়না!
দেখে চোখ সরে না,
দে না মুখে ওড়না।


অপরূপ সৃষ্টি!
ফিরে নাকো দৃষ্টি।
আহা কী যে মিষ্টি!
রচনায় হিস্ট্রি।


কী যে বলে ডাক দেই,  
তুই নাকি মেয়ে সেই?
পৃথিবীতে কোথা নেই,
তোর ন্যায় আছে যেই।


হায় প্রাণ যায় যায়!
মন মানে না যে তাই।
এতটুকু মন চায়,
হৃদে যেন পাই ঠাঁই।


সুরে সুরে ডাকি আয়
তোকে ছাড়া বাঁচা দায়।
চাঁদ তারা নীলিমায়,
মিটিমিটি হেসে যায়।