নেই ভেদাভেদ
ইব্রাহিম হোসেন


আমরা মানুষ সবাই সমান
মহান খোদার সৃষ্টি,
ভালোবেসে মানব সেবায়
দাও না শুভ দৃষ্টি।


হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান
এক বিধাতার তৈরী,
তবে কেনো ভুবন মাঝে
হবে সবার বৈরী?


একই রক্তে একই মাংসে
গড়া সবার দেহ,
মাটির তৈরী সকল মানুষ
পর নই ভবে কেহ।


আদম হতে এলাম ভবে
আমরা সকল জাতি,
হাবিল কাবিল থেকে সবে
বিভক্ততে মাতি।


এক ভুবনে বসত সবার
কাটাই দিবা'রাতি,
পাশাপাশি থেকে ভবে
হও না মাথার ছাতি,


আশরাফুল এই  মাখলুকাতের
সৃষ্টিকারী প্রভু,
আল্লাহ বলি গড ও বলি
ঈশ্বর বলি কভু।