দুখের পাহাড়
মোঃ ইব্রাহিম হোসেন


নই তো আমি নিমকহারাম
অন্যজনের মত,
করলো যারা আঘাত দিয়ে
বুক'টা ক্ষত ক্ষত।


বন্ধু স্বজন প্রিয়তমা
ছিলো আমার যত,
ভালোবাসার প্রতিদানে
দুঃখ দিলো শত।


পরীক্ষারই হলের মাঝে
রেখে নিজের খাতা,
লিখে পূরণ করেছিলাম
বন্ধুর খাতার পাতা।


নিজের ভাই ও বোনের মত
বেসেছিলাম ভালো,
বিষের জ্বালা দিয়ে আমার
হৃদয় করলো কালো।


বাবার ছিলো শত বিঘা
জমি জমা দিঘি,
ফাঁকি দিয়ে নিলো সবই
সাক্ষী আছেন বিধি।


হাজার ব্যথা কষ্ট নিয়ে
এইতো আমি আজি,
দুঃখ নামের বীরের সাথে
ধরে থাকি বাজি।


তাই তো বুঝি এই জীবনে
দুঃখ কাকে বলে ?
কুড়ে কুড়ে খায় যে হৃদয়
নয়ন ভরে জলে।


চিরসুখী জন কি ভবে
দুঃখ কভু বুঝে?
দুঃখ পেলে মন গহীনে
কষ্টে আঁখি বুজে।


আজও আমি বুঝলাম নাতো
সুখটা ভবে কি'যে?
দুঃখ পেলে কাঁদি আমি
একলা ঘরে নিজে।