নিন্দুকের মন
ইব্রাহিম হোসেন


নিন্দুকেরা নিন্দা করে
বলবে পিছে কিছু,
ও সব  কথায় কান দিও না
তারাই ভবে নিচু।


পরের ভালো দেখলে পরে
গা যে ওদের জ্বলে, 
মনে মনে ফন্দি আঁটে
মারবে কোন্ সে ছলে?


নিন্দুকেরা বিষধর সাপ
মরণ ছোবল মারে,
সুযোগ পেলে কামড় দিয়ে
টপকে উঠে ঘাড়ে।


তলে তলে শেকড় কেটে
উপরে দেয় পানি,
চিত্ত তাদের বিষে ভরা
মুখে মধুর বাণী।


মাকাল ফলের মতোই লাগে
দেখতে অনেক ভালো,
মনটা যে ভাই নয়রে সাদা
কয়লার মতোই কালো।
=============


ব্যাঙের মেলা
ইব্রাহিম হোসেন
অক্ষর বৃত্ত ছন্দ ৮+৭


রংধনু ব্যাঙ মাদাস্কে
করে অনেক ঢঙ,
সাদা কালো লাল নীল
ধূসর পেটে রঙ।


ভিয়েতনামে থাকে যে
শেঁত্তলা ব্যাঙ কত!
বন আর বনাঞ্চলে
বসবাসে'ই রত।


দৈত্য ব্যাঙ পৃথিবীতে
ব্যাঙের রাজা ব্যাঙ,
ওজনে তিন কেজিতে
লম্বা দুই'টি ঠ্যাঙ।


নিউগিনি বনাঞ্চলে
বাস করে যে পুটো,
দেখতে যদি মন চায়
সেই দেশেতে ছুটো।


বাংলাদেশে খালে-বিলে
কুনো ও কোলা ব্যাঙ,
বর্ষাকালে ডোবা-নালে
করে ঘ্যাঙর ঘ্যাঙ।
==========