নিন্দুকের স্বভাব
ইব্রাহিম হোসেন


নিন্দুকেরা নিন্দা করে,
বলবে পিছে কিছু ওরে।
ও সব  কথায় কান দিও'না,
তারাই ভবে নিচুমনা।


ভালো দেখে মন না গলে,
গা যে ওদের সদাই জ্বলে।
মনে মনে ফন্দি আঁটে,
মারবে তারা নদীর ঘাটে।


নিন্দুকেরা বিষধর সাপ,
মারবে ছোবল নেই কোনো মাফ।
সুযোগ পেলে কামড় মারে,
টপকে উঠে সবার ঘাড়ে।


তলে তলে শেকড় কেটে,
উপরে দেয় ঔষধ বেটে।
চিত্ত তাদের বিষে ভরা,
মুখের বাণী অতি কড়া।


মাকাল ফলের মতোই ভালো,
মনের ভেতর নেইকো আলো,
মনটা যে ভাই নয়রে সাদা,
সাদা দিলে লাগায় কাদা।
==============


হিংসা
ইব্রাহিম হোসেন


শত্রুতা সব বন্ধ করো
মিলাও কাঁধে কাঁধ,
দোহাই লাগে আর রেখো না
মনের মাঝে খাদ।


শত্রুতাতে দেশ ও জাতি
ধ্বংসের মুখে রয়,
দেশ জনতা ধিক্কারে তাই
নানান কথা কয়।


তোমরা দুয়ে করবে দ্বন্দ্ব
হাসবে পাড়ার লোক,
সত্যিকারের মানুষ যারা
বাড়বে তাদের শোক।


হিংসাতে হন আল্লাহ নারাজ
হিংসা ভালো নয়,
হিংসাকারীর পতন ভবে
হয় না কভু জয়।


আজকে না হোক কালকে হবে 
দেখবে পাড়ার সব, 
মনের গ্লানি দূর করে ভাই 
একসাথে গাও রব।
===========