নিস্তব্ধ কারবালা
মোঃ ইব্রাহিম হোসেন


নিদারুণ ইতিহাস চোখ ভরা নীর,
খুব জ্বালা বুক ফাটে ব্যথাতে অধীর।
নবীজীর দু'নয়ন হোসেন হাসান,
বিষ বাণে মারে ওই এজিদ পাষাণ।


দৌড়ে ওই দুলদুল ফোরাতের কূল,
পাষাণেরা কৌশলেতে মারে তির হুল।
চারিদিকে হাহাকার ঘিরে নদী জল,
নিঠুর ইয়াজিদ ও শিমারের দল।


দিন ছিলো আশুরার মহরম মাস,
দশম তারিখে হলো এ কী সর্বনাশ !
কারবালা ময়দানে নবী বংশ শেষ,
জর্জরিত হয় শোকে বক্ষে বিধে ক্লেশ।


লালে লাল দুনিয়াটা অস্তমিত রবি,
গোধূলির রঙ শেষে আঁধারেতে সবি।
নিস্তব্ধতা বিশ্ব ভূমে শিমারেরা হাসে,
নবীর আশিকে সব অশ্রু জলে ভাসে।


তামাম ভুবন কাঁদে, কাঁদে আসমান,
নিভে গেলো এ প্রদীপ রক্তের'ই বান।
ফোরাতের ওই কূলে কাঁদনের সুর,
ইমাম হোসেন গেলো দূর বহুদূর।