নিঠুরিয়া বন্ধু
মোঃ ইব্রাহিম হোসেন


সেই তো প্রিয়া নিঠুরিয়া
না বুঝিতাম আগে,
ভাবলো না সে দিন যাবে না
এক বছরের মাঘে।


নিজের বুঝে ষোলো আনা
নহে পরের বেলা,
স্বার্থান্বেষী আপন করে
করলো অবহেলা।  


আঁখিদ্বয়ে অশ্রু ঝরে
ভাসি নয়ন জলে,
এত আপন কেমন করে
পর হয়ে যায় চলে ?


আপন বলে ঠাঁই দিলাম যে
বুকের মাঝে যারে,
সে তো ভবে নয়'রে আপন
অন্য বুকের ধারে।


আমি ছাড়া সে তো কভু
বুঝতো না যে কিছু,
স্বার্থলোভী আমায় ছেড়ে
আজকে অন্যের পিছু।


দেবো না দোষ করবো না রোষ
ধৈর্য ধরে যাবো,
ও পাষাণী ঝরে পানি
নিরালাতে ভাবো।