নষ্ট জীবন  
ইব্রাহিম হোসেন  


নষ্ট জীবন হলো যার কারণে
সেও তো সুখে নেই এই ভুবনে,
কাউকে কাঁদিয়ে কেউ কখনো
সুখী হতে পারে না কভু জীবনে ।।


সুখ তো সবাই চায় পেতে জীবনে,,
কেউ হয় কারো ঝরে আঁখি নয়নে।
নষ্ট জীবন হলো যার কারণে,
সেও তো সুখে নেই এই ভুবনে।।


সুখের আশায় সে বেঁধেছিল ঘর
আমাকে কাঁদিয়ে সে করে দিয়ে পর,
আসলো এমন তার ঘর ভাংগা ঝড়
ভেঙ্গে গেলো স্বপ্ন আঁখি ঝর ঝর ।।


অভিশাপ দেইনি কখনো আমি ,,
দোষারোপ করিনি কোন কারণে।
নষ্ট জীবন হলো যার কারণে,
সেও তো সুখে নেই এই ভুবনে।


তবুও কেন তার সুখ মিলে না ভবে ?
হৃদয়ের কান্না চাপা বেদনা !
সুখে নাই আজ কেন কাঁদে প্রিয়তমা ?
তার কান্না যে আর প্রাণে সহেনা ।


তার নামে চেয়েছি হতে কোরবান,,
বিনিময়ে হোক সে সুখী জীবনে।
নষ্ট জীবন হলো যার কারণে,
সেও তো সুখে নেই এই ভুবনে।