নয়ন মেলে খুঁজি তোমায়
মোঃ ইব্রাহিম হোসেন


দখিন হাওয়া বইছে গায়ে
উড়ছে মাথার চুল,
তোমার আশায় বসে আছি
একলা নদীর কূল।


বিকাল থেকে সন্ধা গড়ায়
ঘন্টা দুয়েক পর,
আসলো আমার দুই চোখে জল
শুধুই তোমার তর।


আসবো বলে আসলে না যে
কাঁদে মনো প্রাণ,
কেনোই তুমি বুঝো নাকো
এই হৃদয়ের জান ?


মা ও বাবার ভয়ে আমি
বাড়ি ফিরে যাই,
জানলা দিয়া উঁকি মারি
আসছো বুঝি তাই।


রাত্রি গেলো ভোর ও হলো
তোমার দেখা নাই,
নয়ন মেলে খুঁজি তোমায়
কোথায় গেলে পাই ?