অভিমানী প্রিয়া
মোঃ ইব্রাহিম হোসেন


কোথা আছো প্রিয়া কাঁদে যে এ হিয়া
একবার দেখা দাও,
অপরাধ হয় যদি দাও ঘাত নিরবধি
এই প্রাণ নিয়ে যাও।


নাই সুখ তুমি বিনা ক্ষণ বিষ তব হীনা
যায় যায় বুঝি প্রাণ,
সুরে সুরে ডাকি ঝরে শুধু আঁখি
বিরহের গাই গান।


স্মৃতিগুলো বুকে মরি ধুঁকে ধুঁকে
দেখিবার কেউ নাই,
ব্যথাগুলো ডাকে একা নিশি রাতে
তোমাকে পেতে চাই।


করো নাগো মান আর ভবে কেহ নাই যার
সে তো আমি এই,
কাছে এসো ফিরে প্রেমো দিয়ে ঘিরে
ভালোবাসো সেই।


যেনো তুমি ছাড়া আমি যে সব হারা
বাড়ো দু'টি হাত,
সুখে দুখে রইবো কত কথা কইবো
দু'জনাতে সাথ।