পাখি খুঁজে নীড়
মোঃ ইব্রাহিম হোসেন


ডাকে পাখি খুলো আঁখি বাগে ফোঁটে ফুল
খোকা খুকি মারে উঁকি করে নাকো ভুল।
চন্দ্র হাসে ভালোবাসে তারা করে খেলা,
ছেলে মেয়ে গান গেয়ে কাটায় যে বেলা।


কা কা কাক দাঁড় কাক ডাক দেয় কভু,
গাছে গাছে পাখি নাচে কলরব প্রভু।
অলি গায় মধু চায় মউ-মাছি বাগে ,
প্রজাপতি উড়ে অতি ছুটে চলে আগে।


নাও চলে অথৈ জলে জেলে ধরে মাছ,
পাতা নড়ে নুয়ে পড়ে নদী ধারে গাছ।
চাষি চাষে কত আশে কাজ করে মাঠে,
বউ ঝি'তে জল নিতে যায় তারা ঘাটে।


নীলাকাশে ও বাতাসে ভেসে যায় মেঘ,
সাদা বক চকচক উড়ে গতি বেগ।
পাখি বাসা খোঁজে খাসা ওই বনে বনে,
কয় কথা যথাতথা গোধূলির ক্ষণে।


ভীরু মন প্রতি ক্ষণ মনে ডর ডর,
দিন গেলো সাঁঝ এলো কাঁপে থরথর।
পেলো পাখি তার সাথী খুঁজে পেলো ঘর,
নেই রেশ অবশেষ থেমে গেলো ঝড়।