পাখি নিধন বন্ধ করো
মোঃ ইব্রাহিম হোসেন


পাখি উড়ে নীল আকাশে
স্বাধীনভাবে ভাই,
স্বাধীনতা তাদের আছে
শিকারীরা লাগে পাছে
শঙ্কা মনে তাই।


বন জঙ্গলে হিংস্র প্রাণী
আহার করে খায়,
ভয় করে তাই বিরাজ মনে
যুদ্ধ করে বাঁচে রণে
কিচিরমিচির গায়।


পাখির মনেও দুঃখ আছে
কষ্ট করে সয়,
তির ধনুকে নিত্য মারে
শিকারী ভাই বনবাদাড়ে
রক্ত ক্ষরণ হয়।


পাখিদেরও স্বপ্ন চোখে
থাকে মনে আশ,
নিঠুর কিছু মানুষ ওরে
যথাতথা ওদের ধরে
পক্ষী কুল হয় নাশ।


পক্ষী কুলের হত্যাযজ্ঞ
দেখবো কত হায়!
পাখি নিধন বন্ধ করো
ভালোবাসায় যতন করো
বাঁচতে ওরাও চায়।