তুমি ঘরের আলো
মোঃ ইব্রাহিম হোসেন


তুমি আমার মনের মানুষ প্রেম নগরের রানী,
অনেক ভালোবাসি তোমার কোমল ঠোঁটের হাসি।
এই ভুবনে তুমি ছাড়া জীবনে নাই পানি।
রাগ করো না প্রাণের সখী তোমায় ভালো বাসি।


অনেক ভালোবাসি তোমার কোমল ঠোঁটের হাসি 
আঁধার ঘরের আলোর প্রদীপ আমার জীবন সাথী।
রাগ করো না প্রাণের সখী তোমায় ভালো বাসি,
সুখে দুখে রইবো দু'জন প্রেমের মালা গাঁথি।


আঁধার ঘরের আলোর প্রদীপ আমার জীবন সাথী,
তোমার কারণ ভুবন আলো সুখের প্রদীপ তুমি।
সুখে দুখে রইবো দু'জন প্রেমের মালা গাঁথি,
প্রেমের বাহুডোরে বেঁধে রাখবো তোমায় চুমি।


তোমার কারণ ভুবন আলো সুখের প্রদীপ তুমি,
তুমি আমার মনের মানুষ প্রেম নগরের রানী।
প্রেমের বাহুডোরে বেঁধে রাখবো তোমায় চুমি,
এই ভুবনে তুমি ছাড়া জীবনে নাই পানি।