পারবে না মুছে দিতে
ইব্রাহিম হোসেন


পারবে না পারবে না মুছে দিতে
দ্বীন ইসলামের এই পতাকাকে,
যতুই করুক তারা ষড়যন্ত্র
নিপাত হবেই শেষে ঘুর্ণিপাকে।।


যতক্ষণ চলবে এ দেহের শ্বাসটা
বিন্দু বিন্দু কোণা লাল রক্ত,
ততক্ষণই উড়াবো যে কালিমার ঝাণ্ডা
দ্বীনের পথের মোরা হয়ে ভক্ত।


কোথা আছো নও জোয়ান? আগে হও আগুয়ান,
আমরা ভবের মাঝে আজ বিপাকে।
পারবে না পারবে না মুছে দিতে
দ্বীন ইসলামের এই পতাকাকে।


ছিলো ইসলাম সেই,আছে ইসলাম এই
চিরদিনই রবে তাহা ভবভূপাতে ,
কষ্টে আমাদের দম বুঝি হলো বের
দ্বীন ইসলামের এই অবহেলাতে।


এসো সবে গাহি গান নবী প্রভুর যত শান
দাঁত ভাঙা জবাবে মারো প্রতিঘাতে,
পারবে না পারবে না মুছে দিতে
দ্বী ইসলামের এই পতাকাকে।


আর নাহি ক্ষয় রে, হবে ভবে জয় রে
উদিত হবে চাঁদ নীল আকাশে,
গাহে গান ভ্রমরে কলি সেই ফোঁটেরে
কালিমার ঐ ঘ্রাণ ছুটে বাতাসে।


হুঁশিয়ার সাবধান রাসূলের অপমান
সইবো না সইবো না এই ধরাতে,
পারবে না পারবে না মুছে দিতে
দ্বীন ইসলামের এই পতাকাকে।