১/


পকেট ফাঁকা
ইব্রাহিম হোসেন


নিজের পকেট থাকলে খালি
সবার পকেট ফাঁকা,
চলেনা যে এই ভুবনে
ভাগ্য গাড়ির চাকা।


যদি থাকে পকেট ভরা
বন্ধুর  দেখা মিলে,
পার্কে যাবে চাইনিজ খাবে
সঙ্গী পাকা সিলে।


বলবে সবে বন্ধু খাঁটি
নাই তুলনা কোনো,
বিশ্বসেরা বন্ধু আমার
বিশ্ববাসী শোনো।


ভাই ভাতিজা দাদা ঠাকুর
কুর্নিশে হয় নিচু,
চাতক হয়ে নম্য শিরে
ছুটতে থাকে পিছু।


শূন্য হাতে থাকলে কভু
নেয় না কেহ খবর,
সিক্ত আঁখি নিরবতায়
কাটতে থাকে প্রহর।


এই পৃথিবীর এইতো নিয়ম
অর্থে বন্ধু মিলে,
রিক্ত দোষে ব্যঙ্গ রসে
কাদা লাগে দিলে।


তারিখ : ১১-০৩-২০২১ ইং
===================


২/


লাল সবুজের পতাকা
ইব্রাহিম হোসেন


পাকি রাজা বন্দী করে
মুজিব থাকে জেলে,
একাত্তরে যুদ্ধ করে
বাংলা দামাল ছেলে।


আমজনতা স্বপ্ন দেখে
দেশটা স্বাধীন হবে,
পণ করেছে আত্মত্যাগে
যুদ্ধ মাঠেই রবে।


পাকবাহিনী গোলা বারুদ
বোমা গুলি মারে,
দেশ জনতার হত্যা ধর্ষণ
করুণ সীমা ছাড়ে।


তিরিশ লক্ষ মা ও বোনের
প্রাণের হানি ঘটে,
রক্ত ক্ষয়ের বন্যা ধারা
মাতৃভূমির তটে।


স্বাধীনতা পেলাম ফিরে
বৈরী নিপাত শেষে,
লাল সবুজের ওই পতাকা
উড়ে আমার দেশে।