পড়ার ফাঁকে খেলা
ইব্রাহিম হোসেন


কোথায় আছিস পাড়ার ছেলে
আয় না আমার সাথ?
ভাল্লাগেনা বই এর সাথে
বকছি সারা রাত।


বিনোদনে চাই কাটাতে
একটু খেলার ক্ষণ,
আয় না ছেলে আয় না মেয়ে
খেলাতে দেই মন।


লেখা পড়ার মাঝে মোরা
বিনোদন ও চাই,
আয় না সবাই জুটি বেঁধে
খেলার মাঠে যাই।


সকাল বেলা পড়বো সবে
দুপুর ঘুমে যাক,
সন্ধ্যা বেলায় পড়ার ধ্যানে
বই এর সাথে থাক।


লেখা পড়ায় সার্থকতা  
পেতে যদি চাও,
পড়ার ফাঁকে খেলার সাথে
মনটা সবে দাও।