পরশ্রীকাতর
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ২০/০৩/২০২২ ,  রবিবার।


তোমরা যাহারা লাগিছো আজ'ই
উন্নয়নের পিছু,
ঈর্ষান্বিত অন্তরে ওই
করিবে কুকুর হিসু।


হইবে না জয় কাঁদিবে হৃদয়
অনুশোচনার তিরে,
ঝরিবে যে নীর শোকের'ই ভিড়
রাখিবে সদাই ঘিরে।


নেই কোনো দোষ তবুও তো রোষ
মানবতাহীন হৃদে,
তির মেরে বুক পাও মনে সুখ
ফুল বিছানায় নিদে।


অন্যের সুখ তোমাদের দুখ
সহিতে নাহি তো পারো,
কলে কৌশলে হিংসার জালে
ধ্বংসের তির মারো।


নও তো মানুষ হীন অমানুষ
বিদ্বেষণের কামে,
কুখ্যাত মন বিখ্যাত জন
হইতেই ধরাধামে।


যত মারো বাণ যাইবে না প্রাণ
সত্য অটুট জানি,
হিংসুকেরাই বিনাশে হারায়
অমর রবের বাণী।