শক্তিশালী কলম
ইব্রাহিম হোসেন


তোমরা যতোই মারবে বাণে
বাড়বে কলম গতি,
স্মৃতির পাতায় রইবে তাহা
না হবে শির নতি।


চোরের স্বভাব চুরি করা
খায় যে সবার লাথি,
পায় না  কোথাও শ্রদ্ধা, সম্মান
ভালোবাসার সাথী।


কলম আমার চলবে সদা
রুখবে কেমন করে? 
উঠবে কেঁপে চোরের দলে
কলম গতির ডরে।


সত্য কথায় ভয় না করি
কাউকে নাহি ডরি,
হৃদয় নদীর মাঝে ভাসে
ঐ কালিমার তরী।


হবেই হবে জয় সততার
মিথ্যা নিপাত হবে,
সত্যবাদী চিরদিনই
জয়ের পথেই রবে।


যদিও থাকে কষ্ট তাতে
সুখ নিহিত আছে,
কষ্ট শেষে হানা দিবে
সুখ পাখি'টা কাছে।


হিংসুকেরা হিংসা করে
এটাই তাদের পেশা,
অর্থ লোভের,অর্থ মোহের  
কাটে না'যে নেশা।


পরের ক্ষতি করলে ভালে
নাই কোনো সুখ লিখা,
লাভ হবে না হিংসা করে
জীবন হবে বৃথা।


চুরির পথ'টা ছেড়ে দিয়ে
চলো সত্য পথে ,
কলম আমার শক্তি-সাহস
সৎ সততার রথে।


শক্তিশালী কলম দিয়ে
মারবো এমন বাণে,
লট'পটায়া ছট'ফটাবি
বাঁচবি নাকো ত্রাণে ।
============


শক্তিশালী কলম
কলমে : ইব্রাহিম হোসেন
তারিখ : ০৫-১২-২০২০ ইং


তোমরা যতোই মারবে বাণে,বাড়বে কলম গতি,
স্মৃতির পাতায় রইবে তাহা, না হবে শির নতি;
চোরের স্বভাব চুরি করা, খায় যে সবার লাথি,
পায় না  কোথাও শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার সাথী।


কলম আমার চলবে সদা,রুখবে কেমন করে?
উঠবে কেঁপে চোরের দলে,কলম গতির ডরে
সত্য কথায় ভয় না করি কাউকে নাহি ডরি,
হৃদয় নদীর মাঝে ভাসে, ঐ কালিমার তরী।


হবেই হবে জয় সততার,মিথ্যা নিপাত হবে;
সত্যবাদী চিরদিনই, জয়ের পথেই রবে।
যদিও থাকে কষ্ট তাতে,সুখ নিহিত আছে;
কষ্ট শেষে হানা দিবে, সুখ পাখি'টা কাছে।


হিংসুকেরা হিংসা করে,এটাই তাদের পেশা;
অর্থ লোভের,অর্থ মোহের,কাটে না'যে নেশা।
পরের ক্ষতি করলে ভালে,নাই কোনো সুখ লিখা;
লাভ হবে না হিংসা করে,জীবন হবে বৃথা।


চুরির পথ'টা ছেড়ে দিয়ে, চলো সত্য পথে;
কলম আমার শক্তি-সাহস, সৎ সততার রথে।
শক্তিশালী কলম দিয়ে, মারবো এমন বাণে;
লট'পটায়া ছট'ফটাবি, বাঁচবি নাকো ত্রাণে ।
========≠============


"শক্তিশালী কলম"
ইব্রাহিম হোসেন


তোমরা যতোই করবে চুরি,বাড়বে কলম গতি;
স্মৃতির পাতায় চিরদিন, রইবে তাহা গাঁথি।
চোরের স্বভাব চুরি করা, খায় যে সবার লাথি;
পায় না দেশে কারো কাছে,ভালোবাসা প্রীতি।
কলম আমার চলবে সদা,রুখবে কেমন করে?
উঠবে কেঁপে চোরের দল,কলম গতির জোরে।
সত্য কথায় ভয় না করি,কাউকে নাহি ডরি;
হৃদয় নদীর মাঝে ভাসে, ঐ কালিমার তরী।
হবেই হবে জয় সততার,মিথ্যা নিপাত হবে;
সত্যবাদী চিরদিন'ই, জয়ের পথেই রবে।
যদিও থাকে কষ্ট তাতে,সুখ নিহিত আছে ;
কষ্ট শেষে হানা দিবে, সুখ পাখিটা কাছে।
হিংসুকেরা হিংসা করে,এটাই তাদের পেশা;
অর্থ লোভে,অর্থ মোহে,পায় না কোন দেশা।
পরের ক্ষতি করলে ভালে,নাই কোন সুখ লিখা;
লাভ হবে না হিংসা করে,জীবন হবে বৃথা।
চুরির পথটা ছেড়ে দিয়ে, সত্য পথে চল্  ;
কলম আমার শক্তি-সাহস,কলম আমার বল্।
শক্তিশালী কলম দিয়ে, মারবো এমন বাণ ;
লটপটায়া ছটফটাবি, পাবি নাকো ত্রাণ ।