প্রাকৃতিক দৃশ্য
ইব্রাহিম হোসেন


সূর্য ডুবে সন্ধ্যা বেলা
নীল গগনে তারার মেলা
রাত্রি আঁধার কালো,
হেনকালে উঠলে চাঁদা
হেসে বলে আমার দাদা
লাগছে কতো ভালো।


রাতের শেষে সূর্য হাসে
দূর আকাশে আলোয় ভাসে
তখন দিনের লগন,
মাঠে ঘাটে কাজের শেষে
ক্লান্ত দেহ অবশেষে
বটতলাতে মগন।


গড়িয়ে বেলা সন্ধ্যা আসে
সবাই বসে আমার পাশে
বইছে মৃদু বাতাস,
দাদা দাদি থাকবে সাথে
চন্দ্র মামা হাসবে রাতে
কী দারুণ ওই আকাশ!
=============


নিন্দুকের মন
ইব্রাহিম হোসেন


নিন্দুকেরা নিন্দা করে
বলবে সবে পিছে কিছু,
ও সব  কথায় কান দিও না
তারাই ভবে হলো নিচু।


পরের ভালো দেখলে পরে
গা যে ওদের সদাই জ্বলে, 
মনে মনে ফন্দি আঁটে
মারবে তারা কোন্ সে ছলে?


নিন্দুকেরা বিষধর সাপ
মরণ ছোবল মারতে পারে,
সুযোগ পেলে কামড় দিয়ে
টপকে উঠে সবার ঘাড়ে।


তলে তলে শেকড় কেটে
গাছের উপর দেয় যে পানি,
চিত্ত তাদের বিষে ভরা
মুখে মিষ্টি মধুর বাণী।


মাকাল ফলের মতোই লাগে
দেখতে তাদের অনেক ভালো,
মনটা যে ভাই নয়রে সাদা
কয়লা কালির মতোই কালো।