প্রাণের বধূ
ইব্রাহিম হোসেন
স্বরবৃত্ত ৪+৪+৪+২
মাত্রা বৃত্ত ৫+৫+৫+২


তুমি আমার প্রাণের বধূ হলেও কালো ভালো,
বিধির দেওয়া শ্রেষ্ঠ দানে জগৎ করে আলো।
জাতের মেয়ে কালোও ভালো গুরুজনের বাণী,
খোদার দেওয়া উপহার যে তুমি আমার রাণী।


পরের ভালো দেখে আমার লাভ তো নাহি কিছু,
প্রাণের সখী প্রাণের বিবি  ঢালের মত পিছু।
আজকে আমি আপন করে নিলাম বাহু ডোরে,
সুখের সাথে সারা জীবন কাটুক প্রেমো ঘোরে।


কালো বলেই থাকছো কেনো অভিমানের রাগে,
আমার কাছে হিরা পান্না ফোটা গোলাপ বাগে।
বিধির সেরা সৃষ্টি তুমি মনের ঘরে আলো,
জানোই না গো প্রাণ সজনী কতোই বাসি ভালো।


তোমায় নিয়ে গড়বো সুখে প্রেমের বাসা ভবে,
আমার বিধি স্রষ্টা যিঁনি তুষ্ট সদা রবে।
তারঁ খুশিতে জীবন যাবে সুখের সাথে কেটে,
যা হবে তাই দুজন মিলে খাইবো বেটে বেটে।


বিশ্বটাকে জানান দেবো প্রেম যে কাকে বলে?
মিলন মালা পরায় দেবো সখী তোমার গলে।
প্রভুর দানে তোমায় পেয়ে ধন্য ওগো আমি,
তুমি আমার প্রাণের বধূ আমি তোমার স্বামী।