প্রার্থনা
মোঃ ইব্রাহিম হোসেন
স্বরবৃত্ত ছন্দ (৪+৩+৪+৪+৩)


আল্লাহ তুমি, আমার রব,
আমি তোমার পাপী বান্দা, তুলি হাত;
ক্ষমা করে দাও-গো মালিক, আজকে রাত।
নতো করি, আমার সব।


ঝরে আমার, চোখের জল,
পাপের কথা স্মরণ করি, মনে ডর;
তুমি ছাড়া ভুবন মাঝে, সবই পর।
আঁখিদুটি, ছলো'ছল।


চাই না কিছু, আমি আর,
সঠিক পথের দাওগো দিশা, তোমায় চাই ;
পরকালে তোমার  দীদার, যেনো পাই।
পুলসিরাতে, কইরো পার।


কাঁদে শুধু, নয়ন দ্বয়,
অশ্রু-ধারায় বুক যে ভাসে, হাহুতাশ;
নাভিশ্বাসে প্রাণের বুঝি, বায়ু-নাশ।
দাও গো দৃষ্টি, দয়াময়।


তুমি ছাড়া,কেউতো নাই,
ডাক দিয়েছি মাওলা তুমি, সাড়া দাও;
পাপের বোঝা ক্ষমা করো, আমায় নাও।
দয়ার সাগর, মালিক সাঁই।
==============


যৌবনের ডাক
মোঃ ইব্রাহিম হোসেন
অক্ষরবৃত্ত ছন্দ ৮+৬


বেহায়া বাতাসে মোর উড়িলো আঁচল,
নীরদের বারিধারা মুছিলো কাজল।
ভিজিলো শরীর সারা উঠিলো কাঁপন,
স্বজন পরশ ছাড়া কঠিনে বাঁচন।


ঝিরিঝিরি বায়ু বয় নদীরও কূলে,
উতলা এ মন হয় দোল খায় চুলে।
মনে পড়ে প্রিয়জন কোথা বহু দূরে?
নিরবেতে ডাকি তারে গানে গানে সুরে।


ভীরু ভীরু লাগে মন কি হবে এখন?
বুঝে না ময়ূর সে তো আসে না এ ক্ষণ।
দখিনা পবন বহে মনে শিহরণ,
তার মাঝে উঁকি দেয় চাঁদের কিরণ।


এলোমেলো হাওয়া ওই বাতায়ন পাশে,
নিভৃতে'ই চেয়ে থাকি প্রিয়তমের আশে।
দিন কাটে মাস যায়,যায় সন একা,
কত দিন পার হলো হয়নি তো দেখা।


বিদেশে আছো যে প্রিয় একা আমি দেশে,
আর কত চেয়ে রবো বলো বধূ বেশে!
ময়ূরীর মন ডাকে কাছে এসো তুমি,
শয়নে স্বপনে শুধু তোমাকে-ই চুমি।
==================