প্রেম নগরের রাণী  
ইব্রাহিম হোসেন
মাত্রাবৃত্ত ছন্দ (৫+৫+৫+২)


একটি গ্রামে করতো এক
ময়না পাখি বাস,
থাকতো সদা মন খুশিতে
হাসতো বারো মাস।


সেই পাখির বাসা ছিলো
পদ্মা নদী তীরে,
সন্ধ্যা হলে মিষ্টি হেসে
ফিরতো সে যে নীড়ে।


সেই পাখিটি বলতো কথা
মিষ্টি সুরে সুরে,
পাড়ার ছেলে পাগল হতো
তার প্রেমেতে ঘুরে।


গাছের ডালে ডাকতো পাখি
ইশারতে যে তারে,
ময়না পাখি প্রেমের কথা
বলতো চুপি'সারে ।


এলো চুলের কেশ উড়িয়ে
নদীর তীরে বসে,  
বেলি ফুলের গাঁথতো মালা
মিঠা প্রেমের রসে।  


বলতো গাঁথি তোমার তরে
বেলি ফুলের মালা,  
দূর করিবো পরিয়ে তবে
মনের যতো জ্বালা।


মন খুশিতে উঠতো ভরে
করতো প্রেমে খেলা,
গানের সুরে কেটেই যেতো
মোদের সারা বেলা।


আজ আমার ঘরের রাণী
লক্ষ্মী সে বৌ,
গান শোনাবে ফুলের বাগে
ফুল ভ্রমর মৌ


সেই সুখের দিন গুলোতে
মনে পড়ে যে আজ,
প্রেম নগরের রাণী আমার
আমিই মহা'রাজ।