প্রেমে পড়ো না
ইব্রাহিম হোসেন


মেয়েদের পিছনে, না ঘুরে পড়ো;
লিখা-পড়া মন দিয়ে, জড়িয়ে ধরো ।
মানুষ হও তবে, পাবে গুণবতী বৌ ;
পারবেনা রুখতে, বাধা দিয়ে কেউ ।
ছেলেদের জন্য, উপদেশ বাণী,;
বিপরীতে যাও মেয়ে, তোমরাও ঙ্গ্যানী ।
চিরদিন মনে রেখো,  যুবতী-যুবক ,;
নষ্ট করে দেবে, পেলেই সুযোগ।
ছাত্র জীবনে কেও, করিওনা প্রেম ,;
নইলে জীবনে পাবে, ধ্বংসের গেম ।
প্রতিষ্ঠিত হও ভবে, নিজে তুমি আগে  ;
প্রেম ভালোবাসা তবে, পাবেই পাবে।
নইলে বৃথা যাবে, জীবন তোমার  ,;
প্রেমে অপরাধে, হবে পুড়ে ছারখার ।
নিরবে তখন তুমি, কাঁদবে একা ,;
পাবেনা কখনও ভবে, সুখের দেখা ।
হৃদয়ের ব্যাথাটা তো, বুঝবেনা কেউ ,
উঠবে বুকে ঐ, নীড় ভাঙ্গা ঢেউ ।
সাবধান হও ছেলে, মেয়েদের দল্ ,;
তোমরাই জগতে সাহস, আর বল্।
ছেলে মেয়ে সাবধান! প্রেমে পড়োনা,
লিখা-পড়ায় কখনো,  ফাঁকি দিওনা ।