প্রেমের ছ্যাঁকা
মোঃ ইব্রাহিম হোসেন
স্বরবৃত্ত ছন্দ : ৪+৪+৪


প্রেমের ছ্যাঁকায় দিশেহারা একলা চলি,
হৃদয় মাঝে হাজার ব্যথা কাকে বলি ?
মোর ললনা পর গগনে উড়ায় ঘুড়ি,
আর সহে না প্রেমের জ্বালা বয়স কুড়ি।


কোন্ বা ভুলে গেলে প্রিয়া আমায় ছাড়ি,
কাঁদি আমি চোখের জলে ছিঁড়ে নাড়ি।
নয়ন তারায় ভাসে শুধু তোমার ছবি,
তোমায় নিয়ে কাব্য লেখে হলাম কবি।


আজকে আমায় ভালোবাসে সবাই জানি,
তোমার কারণ দুই নয়নে ঝরে পানি।
দুঃখ বুকে চেপে ধরি বুকটা ফাটে,
কতো স্মৃতি মনে পড়ে নদীর ঘাটে।


তুমি আমি দু'জন মিলে একই সাথে,
কতোই কথা বলতাম ওগো চাঁদনি রাতে।
অনুভবে চাঁদের আড়াল থেকে তুমি,
আলতো করে দিতে প্রিয়া আমায় চুমি।


মনের কথা যায় না কভু কাউকে বলা,
তোমার স্মৃতি নিয়েই আমার জীবন চলা।
ভুলতে গেলে যায় না ভোলা প্রেমের স্মৃতি,
তোমায় নিয়ে লেখা যতো কাব্য গীতি।
===================


সাহিত্যের গুণাগুণ
মোঃ ইব্রাহিম হোসেন


সাহিত্যকে ভালোবাসি আনন্দেতে আমি।
ছন্দ তালে
কথা বলি
মিথ্যাটাকে
পায়ে দলি
সত্য বাণী তুলে ধরি সত্য অনেক দামি।


সাহিত্যতে জ্ঞান যে বাড়ে ঘুচায় আঁধার কালো।
চর্চা করে
কিছু লিখি
তাতেই অনেক
কিছু শিখি
জ্ঞানের মশাল সাহিত্যটা লাগে আমার ভালো।


দেশ ও সমাজ মনের কথা কাব্যে তুলে ধরি।
গর্জে উঠি
কাব্য বলে
অসৎ লোকের
শরীর জ্বলে
ভয় করি না তাদের আমি নিত্য প্রভু স্মরি।
=====================


অর্থলোভী নেতা
মোঃ ইব্রাহিম হোসেন


গরিব সেবার ত্রাণের টাকায়
নেতা বানায় ঘর,
লোক দেখানো নামাজ কালাম
চিত্তে নাই রে ডর।


পরের জায়গা পরের জমি
দখল করে ভাই,
ধর্ম ভীরু, ধর্মের কথা
তার মুখে যে নাই।


মাথায় টুপি পাঞ্জাবি গায়
দাড়ি বিহীন মুখ,
থানা পুলিশ তার হাতে সব
অট্টালিকায় সুখ।


প্রতিবাদের বাণী শুনে
উগ্র মেজাজ হায়!
চোখ দুটো হয় রক্ততে লাল
সিংহ হরিণ পায়।


হুমকি ধামকি থাপ্পড় মেরে
ফেলায় দিবে দাঁত,
এই তো দেশের শ্রেষ্ঠ নেতা
শ্রেষ্ঠ জাতির সাথ।
=============