প্রেমের যম
ইব্রাহিম হোসেন


প্রেম করো না ছেলে মেয়ে
প্রেমে আছে বিষ,
জ্বলবে তুমি অঙ্গ জ্বালায়
বলবে তখন ইস।


আসা যাওয়া করবে তোমার
ক্ষণে ক্ষণে দম,
মরণ তোমার আসবে নাকো
দেখবে মরণ যম।


মন গহীনে জ্বলবে আগুন
আসবে প্রেমের জ্বর,
শয়তানে যে বলবে তোমায়
বিষ খেয়ে তুই মর।


বিবেক বুদ্ধি পাবে তোমার
সবই তখন লোপ,
নিজের পায়ে নিজের হাতে
মারবে কুড়াল কোপ।


এমনি ভাবে জ্বলবে তুমি
দিবা নিশি  ক্ষণ,
বুকের মাঝে বিরাজ সদা  
দুঃখ নামের ধন।


মরণ যমে করবে ধাওয়া
থাকবে মরণ দূর,
বিষন্নতার মাঝে উঠবে
কণ্ঠে বিষাদ সুর।


জ্বলবে অনল বুকের ঘরে
দেখবে প্রিয়ার মুখ,
চিরতরে হারায় যাবে
প্রেম নামের ঐ সুখ।


একলা ঘরে চিতার দহন
পুড়বে হৃদয় মন,
আর্তনাদে ডাকবে তুমি
যমকে সারা'ক্ষণ।


সত্যিকারের ভালোবাসার
এই তো ফলা'ফল,
নয়ন মাঝে সাগর বহে
ঝরে আঁখি'জল।


অকালে তার হয় যে জীবন
প্রেমের নামে শেষ,
বিয়ের পরে বর ও বধূ
প্রেম করো সব বেশ।