প্রশিক্ষণের বিকল্প নাই
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১১-০৮-২০২৪ ইং

বাঁচতে হলে শিখতে হবে
শিক্ষা ছাড়া নাইকো গতি,
প্রশিক্ষণের কর্মশালায়
শিক্ষাদানের বাড়ায় জ্যোতি।

অ আ ক খ বর্ণ জেনে
আমার তোমার বানান শিখি,
বিদ্যালয়ের শিক্ষকেরা
যা শেখায় তা খাতায় লিখি।

মটরগাড়ি বিমান চলে
মাটির 'পরে আকাশ পথে,
চালক যারা তারাও নাচে
প্রশিক্ষণের কর্ম রথে।

শিক্ষা ছাড়া নাই তো উপায়
কর্মজীবন বিফলে যায়,
কার্যসিদ্ধি হয় না তখন
কপালে হাত দুখ শোচনায়।

শোনেন শোনেন ভাই বোনেরা
একটা কথা এই জানা চাই,
গড়তে জীবন ভুবন মাঝে
প্রশিক্ষণের বিকল্প নাই।