প্রশ্ন জাগে মনে
মোঃ ইব্রাহিম হোসেন


পুষ্প দিয়ে মাল্যদানে
করবে বলে বিয়ে,
বাজবে সানাই বাজবে ঢোলক
নাচবে দুইয়ের হিয়ে।


কথা ছিলো ভালোবেসে
বাঁধবো যে ঘর দুয়ে,
কোন্ বা সুখের আশায় প্রিয়া
গেলে একাই থুয়ে ?


কথা দিয়ে রাখলে না তা
মারলে প্রেমের বিষে,
প্রাণের পাখি ক্যান বা ফাঁকি
বলো কিসের রিষে ?


দোষ ছিলো না আমার কোনো
ভালোবাসার দোষে,
প্রেমের কারণ ফাঁসির মরণ
উঠলে জেগে রোষে।


গরীব ঘরের ছেলে আমি
ধনীর মেয়ে তুমি,
খেলা শেষে ফেললে ছুড়ে
নাই চরণে ভূমি।


এই কি বলো মানব নীতি
নাই কি মায়া দিলে ?
দুঃখ দিলে রব ইশারায়
দুঃখ ভালে মিলে।


কেমন করে হলে পাষাণ
কৌতুহলে জাগে,
ফুলের বাগান নষ্ট করে
ফুটবে কি ফুল বাগে ?