প্রথম দেখার অনুভূতি
ইব্রাহিম হোসেন


তোমাকে যখন দেখি আমি আচমক আমার বাড়ির সেই উঠোনের আঙ্গিনায়,
সুঠাম দেহের মিষ্টি শ্যামলা বদন ও ঝকঝকে দাঁতের কোমল হাসিতে এ মন হারায়।


কপাল জুড়ে ছিলো এক লাল টুকটুকে টিপ, অধরে ছিলো যেনো গোলাপের ছোঁয়া;
হয়েছিলাম দিশেহারা,বলিতে কথা ছিলাম আত্মহারা, মনে ছিলো কল্পনার ধোঁয়া।


একটু কাছে পাবো বলে ব্যকুলতার সহিত উদাস ছিলো এ মন আমার,
হলো দেখা চিনা জানা,নেই আর দূর অজানা 
স্বপ্ন শুধু তোমায় কাছে পাবার।


ভাগ্যের এ কি দারুণ ইতিহাস, হয়ে গেলো তোমার আমার মধুর মিলন আবাস;
বিধাতার ইশারাতে, কাছে পেয়ে দুজনাতে
একাকার প্রেমাবেশে পেলাম সুখের আভাস।


আজও আছো সেই যে তুমি, পূর্ণ আমার এই হৃদয় ভূমি, তুমি মোর দু'চোখের আলো;
মরণ এলে মরবো দুজন, একই সাথে করবো ভ্রমন পরকালেও বাসবো ভালো।


সেই দিনের সেই অনুভূতি মনের ভিতর তোলপাড় করে স্মৃতি ফিরে পাওয়ার,
পাই তাকে ফিরে তোমাকেই ঘিরে, এ জীবনে সুখী আমি তোমাকে পেয়ে,নেই কিছুই আর চাওয়ার।