প্রত্যুষের ভাবনা
মোঃ ইব্রাহিম হোসেন


প্রত্যুষে উঠিলো রবি আলোতে ভরিলো,
দিগ দিগন্তে পাখিরা মেলিয়া ডানায়;
খোদার জিকির করে শোকর জানায়,
তাহা শুনে এই প্রাণে আনন্দ ধরিলো।
রাতেরি ফোটা পুষ্পরা ঝরিয়া পড়িলো,
পুষ্পবাটী ফুলে মালা মালিরা সাজায় ;
চতুর্দিকে ভ্রমরেরা সানাই বাজায়,
ইহাতে ফুলও বনে শোভাটা ছড়িলো।


শিশিরে ভিজিলো ঘাস প্রভাতের বেলা,
সোনালী রোদের তাপ খোকাদের খেলা,
মৃদু মৃদু সমীরণ হিমালয়ে বয়;
পাখিদের কলতান মেঘালয়ে মেলা,
সুদূরে দেখিয়া লাগে কত উহা তেলা,
একাকী ভাবিয়া মন কত কথা কয়!