প্রভুর দয়া
মোঃ ইব্রাহিম হোসেন
স্বরবৃত্ত ছন্দ ৩+৪+৪+৪


দ্বীনের পথ আঁকড়ে ধরো
আলোর দিশা পাবে তবে,
স্বর্গ রথ হাত-ছানিতে
আসবে জীবন ধন্য হবে।


ইসলামের রীতিনীতি
মান্য করে চলতে হবে,
বিধান সব প্রভুর যতো
করলে পালন শান্তি ভবে।


আল্লাহ এক অদ্বিতীয়
বিশ্ব ভুবন সৃষ্টিকারী,
তোমার ওই জ্ঞান-গরিমা
কিসের দাপট অহংকারী?


তোমার রব দয়া করে
দিলেন বিভব দালান-বাড়ি,
অহংকার কেনই করো?
ইচ্ছে হলে নিবেন কাড়ি।


ভাই ও বোন জেনে রেখো
সৃষ্টিকুলের মানব সেরা,
তাঁর দয়ার চার-দেয়ালে
বিশ্ববাসী আমরা ঘেরা।
============


কলঙ্কিনী নারী
মোঃ ইব্রাহিম হোসেন
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+৪
তারিখঃ ০২-০৭-২০২১'


কলিযুগের প্রণয়িনী
অন্তর যে তার বিষে ভরা,
মিথ্যা প্রেমের জাল বুনে সে
জীবন নদে আনে খরা।


ছলচাতুরী মনের মাঝে
টাকার লোভে ভুলায় প্রেমে,
থাকলে টাকা সঙ্গে চলে
শূন্য পকেট যায় যে থেমে।


রূপের মায়ায় পাগল করে
প্রেমের বিষের বাণে মারে,
তিলে তিলে চুষে খেয়ে
ফেলে আসে বন-বাদাড়ে।


ডানে বামে বয় ফ্রেন্ড থাকে
নাইট ক্লাবে রাত্রি জুড়ে,
ছোটখাটো পোশাক পরে
নায়কা পরীর মতই ঘুরে।


পুরুষ জাতি বোঝে নাকো
রূপের জালে ফাঁদে পড়ে,
তাদের করুণ দশা দেখে
কেঁপে ওঠে হৃদয় ডরে।


মনে মনে ভাবনা আসে
এমন মেয়ে ভুবন পরে,
আর দিও না মাওলা তুমি
কোনো বাবা মায়ের ঘরে।
=============